
৳ ১০০০ ৳ ৫৫০
|
৪৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





পবিত্র কুরআন বুঝে পড়তে হলে তাফসীর বা ব্যাখ্যাগ্রন্থের সহযোগিতা গ্রহণ করা আবশ্যক। আরবি ভাষায় নাজিল হওয়া কুরআনের বিভিন্ন ভাষার তাফসীরগ্রন্থ রয়েছে। ইসলামী স্কলারগণ বলেছেন, পবিত্র কুরআন চিরন্তন মুজিজা হওয়ার প্রামাণ হলো—১৪ শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের তাফসীরগ্রন্থ রচিত হলেও আজও এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম নয়। বাংলা ভাষায় বহু তাফসীরগ্রন্থ রচিত ও অনূদিত হয়েছে এবং পাঠকমহলে সমাদৃত হয়েছে। বাংলা ভাষায় প্রকাশিত তাফসীরগ্রন্থের তালিকায় বয়ানুল কুরআন অন্যতম প্রসিদ্ধ ও সমাদৃত একটি তাফসীর।
বাংলা ভাষায় অনূদিত ও রচিত তাফসীরগ্রন্থের মাঝে বয়ানুল কুরআন গ্রন্থটি তাফসীরবিশারদ ও কুরআন-গবেষকদের বিশেষ পছন্দ, এ তাফসীরগ্রন্থটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) এ ব্যাপারে গ্রন্থটির ভূমিকায় লিখেছেন, ১. গ্রন্থটিতে কুরআন মাজিদের সহজ ও সরল তরজমা স্থান পেয়েছে। ২. বিভিন্ন শব্দের শাব্দিক অর্থ ও ব্যাখ্যা সংযোজিত হয়েছে। ৩. কুরআনের সাদৃশ্যপূর্ণ ও পারস্পরিক সাংঘর্ষিক বিষয়াবলির যথার্থ ব্যাখ্যা-বিশ্লেষণ যুক্ত করা হয়েছে। ৪. একই আয়াতের বিভিন্ন তাফসীরের মধ্য থেকে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ব্যাখ্যাটি সংযুক্ত করা হয়েছে। ৫. মাজহাবী মতভেদযুক্ত তাফসীরের ক্ষেত্রে শুধু হানাফী মাজহাবের মতামত উপস্থাপন করা হয়েছে। ৬. পবিত্র কুরআনের মর্ম বিশ্লেষণের ক্ষেত্রে পূর্বাপর সংযোগ-সম্বন্ধের জন্য যোগসূত্র শিরোনামে আলাদা ব্যাখ্যা যুক্ত করা হয়েছে। ৭. সাধারণ মানুষের পাশাপাশি আলেম-উলামার বিশেষ উপকারিতার কথা চিন্তায় রেখে বিশেষ টীকা বাড়ানো হয়েছে যাতে সুরা ও আয়াতের মাদানী ও মক্কী হওয়ার, অপ্রসিদ্ধ লুগাত, বালাগাতশাস্ত্রীর জরুরি বিষয়, জটিল বাক্যবিন্যাস, ফিকাহ ও কালামবিষয়ক সূক্ষ্ম তত্ত্ব উদ্ঘাটন, শানে নুজুল, রেওয়ায়াত, কিরআত ও বিভিন্ন বিধানের মতভেদগত দৃষ্টিভঙ্গি সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
তাই বয়ানুল করআনের মাধ্যমে কুরআন-প্রেমিক ও গবেষকগণ এ তাফসীরগ্রন্থটির মাধ্যমে পূর্ণ উপকারিতা লাভ করবেন।
Title | : | বয়ানুল কুরআন -১ম খণ্ড |
Author | : | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. |
Translator | : | হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসমাইল বরিশালী |
Publisher | : | রাহনুমা প্রকাশনী |
ISBN | : | 9789849111962 |
Edition | : | 1st Published, 2019 |
Number of Pages | : | 608 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ভারতীয় উপমহাদেশ এবং এর গন্ডি পেরিয়ে যিনি হাজারো মানুষকে দিয়েছেন আত্মশুদ্ধি ও তাসাওউফ এর শিক্ষা। যার কারণে তাঁর উপাধি ছিলো ‘হাকীমুল উম্মাত’ বা উম্মাহর আত্মিক চিকিৎসক। উপমহাদেশে মুসলমানদের মাঝে সুন্নতের জ্ঞান প্রচারে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘দাওয়াতুল হক’ এর অবদানের জন্যও প্রসিদ্ধ মাওলানা আশরাফ আলী থানভীর নাম। মাওলানা আশরাফ আলী থানভী ১৯ আগস্ট, ১৮৬৩ খ্রিস্টাব্দে (রবিউস সানী ৫, ১২৮০ হিজরী) ভারতের উত্তর প্রদেশের থানাভবনে জন্মগ্রহণ করেন। শৈশবেই হাফেয হোসাইন আলী রাহ.-এর কাছে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার মধ্য দিয়ে শুরু হয় তাঁর শিক্ষাজীবন। নিজগ্রামেই ছোটবেলায় হযরত মাওলানা ফতেহ মুহাম্মদ থানভী রাহ.-এর কাছ থেকে আরবি ও ফার্সি ভাষার প্রাথমিক শিক্ষা লাভ করেন। ১২৯৫ হিজরীতে তিনি দারূল উলুম দেওবন্দে ভর্তি হন ইসলামি জ্ঞান-বিজ্ঞানের উচ্চতর শাখাগুলোয় বিচরণ করার আগ্রহে। সেখানে তিনি পাঁচ বছর হাদীস, তাফসীর, আরবি সাহিত্য, ইসলামী দর্শন, যুক্তিবিজ্ঞান, ইসলামি আইন এবং ইতিহাস বিষয়ে অধ্যয়ন করেন। দেওবন্দে শিক্ষার অধ্যায় সমাপ্ত করে মক্কা মুকাররমায় মুহাম্মাদ আবদুল্লাহ্ মুহাজিরে মক্কীর কাছে কেরাত ও তাজবীদ শেখেন। তিনি কানপুরের একটি মাদ্রাসায় মাত্র ২৫ টাকা বেতনে শিক্ষকের পদ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে কানপুরের টপকাপুরে জামিউল উলূম মাদ্রাসার প্রধান পরিচালকের আসন অলংকৃত করেন এবং দীর্ঘ ১৪ বছর সেখানে শিক্ষকতা করেন। পরবর্তীতে তাঁর শিক্ষক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কীর রহ. পরামর্শে তিনি থানা ভবনের খানকাহে ইমদাদিয়ায় অবস্থান গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করেন। সারা জীবনে আশরাফ আলী থানভী এর সকল বই এর হিসেব করতে গেলে ছোট-বড় মিলিয়ে তা সাড়ে বারো হাজার ছাড়িয়ে যায়। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমূহ এর মধ্যে ফিকাহ বিষয়ক বই ‘বেহেশতী জেওর’ উপমহাদেশের মুসলমানদের মাঝে বহুল পঠিত। এছাড়া তাঁর রচিত কুরআন শরীফের উর্দু তরজমার গ্রন্থ বয়ানুল কুরআনও (কুরআনের ব্যাখ্যা) এর ভাষা ও ব্যখ্যাশৈলীর জন্য প্রসিদ্ধ। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এর বই সমগ্র এর স্বত্ত্ব তিনি জাতির কল্যাণে উন্মুক্ত করে রেখে গেছেন। জুলাই ১৯, ১৯৪৩ খ্রিস্টাব্দে (১৬ রজব, ১৩৬২ হিজরী) আল্লামা থানভী রহ. তাঁর জন্মস্থান থানা ভবনেই মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us