
৳ ২২০ ৳ ১২১
|
৪৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





মানুষের জীবনের বাঁকে বাঁকে অসংখ্য গল্প থাকে। কোনোটা রহস্যময়, কোনোটা আপেক্ষিক, আবার কোনোটা মানুষে মানুষে মিলেমিশে একাকার। কিন্তু জীবনের গল্প যেমনই হোক না কেন, তার তাল ও লয় আছে, আছে জয় ও ক্ষয়। জীবনের গল্পরা এইসব জয় ও ক্ষয়ের ভিতর দিয়েই জীবনকে প্রবাহিত করে তার ডালপালা ছড়াতে ছড়াতে। বিস্তৃত করে মানুষের সাথে মানুষের প্রাত্যহিক জীবনের সম্পর্ক। সেরকমই আমাদের রোজকার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প ও গল্পের তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে মাসিক আল কাউসারে ‘ফিলহাল’ শিরোনামে প্রকাশিত হতো যেসব লেখা, তারই একমলাটে সংকলন হচ্ছে ক্ষয় ও জয়ের গল্প বইটি।
প্রাজ্ঞ লেখক শরীফ মুহাম্মদের গল্প বলার নিজস্ব এক ধরন আছে। যেখানে গল্পের সাথে হাজির থাকে দ্বীন ও ঈমানের নিরিখে একান্ত দার্শনিক বয়ান। একজন মুমিন ও মুসলিম হিসেবে জীবনের সব কিছুই যেহেতু আমরা ইসলামের একটা নিক্তিতে দেখে থাকি, সেজন্য এই পরিভাষাটাও আমাদের জানা খুব জরুরি। ক্ষয় ও জয়ের গল্পে আছে বাংলাদের সমাজের সামগ্রিক এক চিত্র। যেখানে মুমিন ও কমিনার যে চেহারা, তাকে তার মতো করেই আরও স্পষ্ট করা হয়েছে প্রতিটি গল্পে। নিজেকে আবারও।আয়নায় দেখে নেয়ার মতো করে প্রতিটি গল্পকে এখানে কাচের প্রতিবিম্বের মতো অক্ষরের আলোয় ফোটানো হয়েছে সযত্নে।
পত্রিকার ভাষা আর জীবনের বাস্তব সত্যে থেকে যায় অনেক তফাত। তবু এইসব ভুল নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। কেননা এখনো এর বিকল্প সত্যের হাতিয়ার মানুষের হাতে নেই; অদৃশ্য এক মাফিয়াচক্রের কাছে আমাদের জীবনের সত্য গল্পেরা হয় বন্দি, নয়তো ফিল্টারিং হয়েই সমাজে তা প্রচারিত হয়। বক্ষ্যমাণ গ্রন্থে সাধ্য অনুযায়ী ঠিক এর বিপরীতটাই করা হয়েছে; অর্থাৎ জীবনের সত্য গল্পকে মানুষের কাছেই ফিরিয়ে দেবার এক সুনিপুণ আয়োজন!
ছোট ছোট ৪৩টি গল্পকে পত্রিকার মেজাজে সাজানো হয়েছে এমনভাবে, যেখানে উঠে এসেছে লেখকের নিজস্ব এক আত্মউপলব্ধির নিরিখে আমাদের জীবন ও জীবনের গল্পের নির্মোহ এক আত্মবিশ্লেষণ। এখানে আমাদের ক্ষয় ও জয়েরা অক্ষরের আলোয় উদ্ভাসিত।
বরেণ্য লেখক ও সম্পাদক শরীফ মুহাম্মদ বিভিন্ন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহু বছর। সেইসব লব্ধ অভিজ্ঞতাকে পুঞ্জিভূত করে 'ফিলহাল'-এ মানুষের জীবনের নানান ভাবনা নিয়ে লিখেছিলেন দীর্ঘ দিন। বক্ষ্যমান গ্রন্থটি সেই সুবিখ্যাত ‘ফিলহাল’ সিরিজেরই একটি কলাম সংকলন। বইটি পড়তে পড়তেই খেয়াল করবেন পাঠক নিজেকে, মিলিয়ে নিবেন আপনার পাশে ঘটমান সমস্ত গল্প ও ঘটনার দিক-বিদিকের সাথে আপনার ভাবনাকেও।
জীবনের ক্ষয় ও জয়ের গল্পে আপনাকে স্বাগতম। মূল্যবান এই বইটি আপনার পাঠের অংশ হোক এই কামনা করি।
Title | : | ক্ষয় ও জয়ের গল্প |
Author | : | শরীফ মুহাম্মদ |
Publisher | : | রাহনুমা প্রকাশনী |
ISBN | : | 9789849111979 |
Edition | : | 1st Published, 2016 |
Number of Pages | : | 141 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
শরীফ মুহাম্মদ বাংলাদেশের মিডিয়াঙ্গন আলোকিতকারী একজন আলেমে দীন। তিনি বেশ কয়েকটি ছদ্মনামে লেখেন : আবু তাশরীফ, ওয়ারিশ রাব্বানী এবং খসরু খান। জন্ম ১২ নভেম্বর ১৯৭১ সালে, ময়মনসিংহে। তার স্থায়ী ঠিকানা, ১৯ জেল রোড, গলগন্ডা, ময়মনসিংহ। বর্তমানে তিনি বসবাস করছেন পল্লবী, মিরপুর, ঢাকায়। জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের নুরানি বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে পড়াশোনা জীবনের শুরু। এক বছর পড়েছেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন জামিয়া নুরিয়া বাগে জান্নাত মাদরাসায়। ১৯৯২ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন জামিয়া কোরআনিয়া, লালবাগ, ঢাকা থেকে। ১৯৯২-৯৩ সালে মাওলানা মুহিউদ্দীন খান প্রতিষ্ঠিত সপ্তাহিক মুসলিম জাহানে লিখতে শুরু করেন। দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ হলে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক, মাসিক যমযমের সম্পাদক ও সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক আল জামেয়া ও বার্তা টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদনা বিভাগে কাজ করেছেন। সম্পাদনা করেছেন বেশ কিছু মূল্যবান স্মারকগ্রন্থও। এর মধ্যে হাফেজ্জী হুজুর (রহ.) স্মারকগ্রন্থ, মাওলানা ফয়জুর রহমান (রহ.) স্মারকগ্রন্থ এবং আল্লামা গহরপুরী (রহ.) স্মারকগ্রন্থ উল্লেখযোগ্য। ‘সাহাবায়ে কেরামের গল্প’ (১৯৯৬) তার প্রথম বই। প্রকাশিত গ্রন্থ প্রায় ৩০টি। ২০০৯ সালে শিকড় সাহিত্য পুরষ্কার এবং ২০১২ সালে মাসিক আদর্শ নারীপদক লাভ করেন।
If you found any incorrect information please report us