
৳ ১৮০ ৳ ১৫৩
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





১৯৩৭। কলকাতা। খ্যাতির মধ্যগগনে বাঙালির সুরের নবীন দিশারি, বিদ্রোহের প্রথম পুরুষ। ছেড়ে আসা নার্গিসকে আত্মপক্ষ সমর্থন করে লিখেছিলেন—‘আমার চক্রবাক নামক কবিতা- পুস্তকের কবিতাগুলো পড়েছ? তোমার বহু অভিযোগের উত্তর পাবে তাতে।’ প্রেমিক নজরুল, বিরহী নজরুলের বিখ্যাত-জনপ্রিয় কাব্যগ্রন্থ চক্রবাক-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯২৯ সালের আগস্টে। প্রকাশক গোপালদাস মজুমদারের ডি.এম. লাইব্রেরি। সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করে। নজরুল হৃদয়ের কবি, প্রেমের সহচর। সাড়া দিতেন হৃদয়ের ডাকে। জীবনে প্রচুর উত্থান- পতন। বহু প্রেম। সেই প্রেম ঘিরে অসংখ্য গান, কবিতা। দরদী-বেদনার অন্ধকারে, প্রেমের ধ্যানে এবং অতীতের সুখদ স্মৃতিচারণার রহস্যময় আত্মপ্রত্যয়ে বিরাট-প্রাণ কবি কাজী নজরুল ইসলামের দেখা মেলে চক্রবাক-এ। প্রেমের চেতনা আর প্রকৃতি-অনুধ্যানের শিল্পিত উপস্থাপনে। তাঁর রোমান্টিক মানসজাত রহস্যবোধ ও বেদনার গৌরবে নন্দিত প্রেমকাতর বিরহী প্রেমিকের আর্তকান্না যেন পথহারা পাখি হয়ে কেঁদে ফেরে। কুলি থেকে কেরানি, সকল বাঙালির প্রেমপিয়াসী মানস চক্রবাক-এ পায় না-বলা সকল কথার সন্ধান, মন হারানোর সকল ব্যথার সান্ত্বনা। প্রেমেই জাগ্রত হয় মানুষের মাঝে শুভবোধ-করুণা-মমত্ব। চক্রবাক সে-ই সাক্ষ্য দেয়।
Title | : | চক্রবাক |
Author | : | কাজী নজরুল ইসলাম |
Publisher | : | কবি প্রকাশনী |
ISBN | : | 9789849933298 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 64 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি।তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য এবং তিনি ছিলেন বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। কাজী নজরুল ইসলাম এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য হলো ‘রিক্তের বেদন’, ‘দোলনচাঁপা’, ‘বিষের বাঁশি’, ‘সাম্যবাদী’, ‘সর্বহারা’, ‘প্রলয়শিখা’ ইত্যাদি। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ‘সাপ্তাহিক লাঙল’, দ্বিসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’র সম্পাদক ছিলেন। বাংলাদেশের জাতীয় কবি এবং বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us