
৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





দরজাটা খোলা। ঘরের ভেতর সবকিছু এলোমেলো। শুধু ডায়েরীটা উধাও। বুকটা ধক করে উঠলো তাহেরের। গত রাতে সে বাড়িতে ছিল না। পুলিশের ভয়ে সে প্রতিবেশী চাচী নবিতুনের ডেরায় ঘুমিয়েছে। এসে নিজের ঘরে ঢুকেই তাজ্জব। কারা ঢুকেছিল? তাদের প্রয়োজনই বা ছিল কি?
ভাবনার অতলে ডুবে যায় তাহের। হিসাব মেলাতে লাগলো সে। চোর-ডাকাত এলে শুধু ডায়েরী নেবে কেন? আরো তো মূল্যবান জিনিস ছিল! কিন্তু সেগুলো অক্ষত। চোর- ডাকাত না হলে আর কে হতে পারে? মজদুর পার্টির বিশ্বাসঘাতক কমান্ডার রাসেলের অনুগত গেরিলারা নয়তো? তাহেরের রক্ত হীম হয়ে আসে। কেন এসেছিল তারা? তাহেরের জ্ঞান সাক্ষ্য দিতে লাগলো তাকে হত্যা করার উদ্দেশ্যে গেরিলারাই এসেছিল। সে বুঝতে পারে রিনির কাছে তার চিঠি লিখার কথা দলের কমান্ডার রাসেল জেনে গেছে।
আরো একটি বিষয় ভেবে সে শংকিত হয়ে উঠে। কমরেড আরিফ হত্যাকাণ্ডের রাতে তার ডায়েরী গায়েব হলো কেন? তবে কি এ হত্যাকাণ্ডের সঙ্গে ডায়েরীর কোনো সম্পর্ক আছে? পূর্বরাতে কমান্ডার রাসেলের নির্দেশে কমরেড আরিফকে হত্যা করা হয়। তাহের এ হত্যা পরিকল্পনা তার ডায়েরীতে লিখে রেখেছে। কমরেড আরিফ হত্যাকাণ্ডের দায়দায়িত্ব কমান্ডার রাসেলের একার। তাহেরের দোষ হলো এতটুকু সে জানতো। এ জানার পরিণাম বড়জোর যাবজ্জীবন কারাদণ্ড। তার বেশি কিছু নয়।
Title | : | নিষ্পাপ প্রেমের মৃত্যু |
Author | : | সাহাদত হোসেন খান |
Publisher | : | অন্যধারা |
ISBN | : | 9789849432265 |
Edition | : | 1st Published, 2020 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
প্রখ্যাত লেখক এবং সাংবাদিক সাহাদত হোসেন খান বাংলাদেশের মিডিয়াপাড়ার একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করে চলেছেন। ১৯৮৭ সালে দৈনিক দিনকাল দিয়ে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি। এরপর দৈনিক ইনকিলাব, দৈনিক ইত্তেফাকসহ একাধিক জাতীয় পত্রিকায় কাজ করেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে তিনি চারবার দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে জাতীয় প্রেসক্লাব এবং বাংলা একাডেমির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুণী এ লেখকের জন্ম ১৯৫৬ সালের ১লা মে। নরসিংদীর মনোহরদী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি। স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা এবং নরসিংদী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন। সাহাদত হোসেন খান এর বই সমূহ-তে বিভিন্ন আন্তর্জাতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট অধিক স্থান পায়। দীর্ঘকালের সাংবাদিকতা ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতি ঝোঁক তৈরি করেছেন, যা তার লেখালেখিকেও প্রভাবিত করেছে। ‘প্রথম বিশ্বযুদ্ধ’, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি’, ‘মোঘল সাম্রাজ্যের সোনালী সময়’, ‘পলাশী থেকে একাত্তর’, ‘ক্রুসেড’, ‘স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কার’, ‘স্নায়ুযুদ্ধ’, ‘মোঘল সাম্রাজ্যের পতন’, ‘অ্যাডলফ হিটলার’, ‘অটোমান সাম্রাজ্যের উত্থান’, ‘খোলাফায়ে রাশেদীন’সহ অসংখ্য আন্তর্জাতিক এবং ঐতিহাসিক বিষয়াবলীর বই নিয়েই সাহাদত হোসেন খান এর বই সমগ্র সমৃদ্ধ। এছাড়াও ‘আবার কি আমার পৃথিবীতে আসবে’, ‘চন্দ্র সূর্য আমার ভালোবাসার সাক্ষী’সহ বেশ কিছু কাব্যগ্রন্থও রচনা করেছেন তিনি।
If you found any incorrect information please report us